গ্রাম বাংলা ডেস্ক: মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন তার আইনজীবীরা। তারা হলেন, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যরিস্টার নাজিব মোমেন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, এডভোকেট মোহাম্মদ শিশির মনির ও অ্যাডভোকেট মশিউল আলম। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আসেন। এসময় কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির জানান, রিভিউ’র বিষয়ে কথা বলতে আমরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে এসেছি। তার সঙ্গে দেখা করতে বুধবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করলে দেখা করার অনুমতি দেন সিনিয়র জেল সুপার। এর আগে বুধবার সকাল ১০টার দিকে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।