চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও গ্রামবাসীরা।
আজ সোমবার সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত শিশু সুমাইয়া খাতুন ও মেহজাবিন আক্তারের স্কুল নামোশংকরবাটী ছোটমনি বিদ্যা নিকেতন ও এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। রাজারামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে থামে।
উচ্চবিদ্যালয় মাঠে সকাল সাড়ে নয়টা থেকেই মানুষ জড়ো হতে থাকে। দেড়ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার নারী কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা, সাবেক কাউন্সিলর শরিফা খাতুন, নিহত দুই শিশুর বিদ্যালয় ছোটমনি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, ছাত্রনেতা আব্দুল মজিদ, জুয়েল রানা, সাংবাদিক শহীদুল হুদা প্রমুখ।
বক্তারা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং খুনিদের দ্রুত ফাঁসি দাবি করেন।