এই উপনির্বাচনে মোট ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু দুজন মনোনয়নপত্র জমা দেননি। তাঁরা হলেন সাবেক সাংসদ কর্নেল (অব.) আবদুল কাদের খান ও সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল মামুন।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রোববার নির্বাচন কমিশন রংপুর অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিনের হাতে এসব মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১ মার্চ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ। এই আসনে ভোটারসংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন।
গত ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।