এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঠাকুরগাঁও বইমেলা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও বইমেলা-২০১৭ এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, জেলা পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ, ইএসডিও পরিচালক মো. শহীদ-উজ-জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান খোকনসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন, ভাষার ইতিহাসকে ধরে রাখতে বইমেলা নিয়মিতভাবে আয়োজন করতে হবে। পাশাপাশি বাংলা ভাষার বিকৃতি রোধে সকলকে সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন লাইব্রেরি ও প্রতিষ্ঠানের মোট ২০ টি স্টল রয়েছে।
এস. এম. মনিরুজ্জামান মিলন