গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীর মিরপুরে স্ত্রী আইরিন আক্তার আর্জু (৩২) ও সাত বছর বয়সী সন্তান সাব্বির আহমদকে হত্যার অভিযোগে আমান উল্লাহ আমান নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সন্ধ্যায় মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে আর্জুর সঙ্গে ঝগড়া হয় আমানের। এসময় তিনি স্ত্রীকে বেদম প্রহার করেন। একপর্যায়ে স্ত্রীকে গলাটিপে হত্যা করেন আমান। ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার করলে শিশু সন্তান সাব্বিরের গলা টিপে ধরেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় আমান নিজেই সাব্বিরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কি কারণে আইরিন আক্তার আর্জুর সঙ্গে আমানের ঝগড়া হয় তা জানা যায়নি। আমান উল্লাহ আমান পূবালী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় চাকরি করেন বলে জানিয়েছে পুলিশ। তার গ্রামের বাড়ি গাজীপুরে। পঞ্চগড়ের মেয়ে আইরিনের সঙ্গে আমানের বিয়ে হয় আট বছর আগে। সাব্বির ছাড়াও এই দম্পতির আদিল নামে দুই বছরের এক শিশুপুত্র রয়েছে।