প্রিয়তম বলো
….. ….. রাফেজা ইমরোজ
তোমার মনের গহীনে বসন্ত
এলো কি বিষাদ লয়ে
আমি বিহনে?
বলো প্রিয় বলো
শুধু একটিবার বলো
এই ফাল্গুনে আমি বিহনে
কৃষ্ণচূড়ার লালি কাঁদিছে কি
একেলা নিরজনে..?
বলো শুধু একটিবার প্রিয়তম
আমার শুনিতে চাহি সে কথা
আগুন রঙা ফাগুন লয়ে
ছুটে আসিবো হেথা মধুবসন্তের সুবাসে
মাতাল করিতে তোমার হৃদয় অবগাহন..
ভুলি শত জনমের অভিমান
হবো অন্তরিণ সংগোপনে
সুমিষ্ট বাহুতলে দুজনাতে দুজনার….
ভুলি শত অভিযোগ অনুযোগের গল্প দুটি
মনের তৃষিত প্রাঙ্গনে সাজাবো
সবুজ প্রেমের মধু অভিসার…….. ….
বলো প্রিয়তম বলো একটিবার বলো
সেই কথাটি ফের…. ”
বঁধু তুমি আমার
তৃষিত প্রানের ফুলেল ফালগুনি..
তুমি আমার মধুবসন্তের মৌরাণি
তোমারেই শুধু আমি জানি…
এসো বঁধু ,এসো দ্বারে
বিবর্ণ প্রকৃতি রাঙিয়ে দিতে
হলুদ আভায়…. তোমার আগমনের বারতায়
দেখ প্রিয়া সবুজ ছোঁয়া লেগেছে
বৃক্ষের প্রতিটি পাতায় পাতায়…. ..”
বল , বল প্রিয় শুনি সে কথা ছুটে আসিব হেথা…
পাড়ি দিয়ে সাগর মহাসাগর দুরে
ঠেলে বৈশাখী ঝড়…
ভাঙি নিরব কঠিন নিলাদ্রীর নিরবতা
আসিবো ছুটে তোমার দ্বারে
ভালোবাসার বসন্ত হয়ে
মিশে যেতে তোমার সমগ্র সত্তায়