গ্রাম বাংলা ডেস্ক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কতৃর্পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ড বহাল থাকার কথাও কামারুজ্জামানকে জানানো হয়েছে।
বুধবার বিকেলে গুলশানের নিজ বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রায় আছে, সেখানে রিভিউ পিটিশন ডিসমিস হয়েছে, সেটা ধরে নিয়ে জেল কতৃর্পক্ষকে রায় কার্যকরের প্রস্তুতি নিতে আদেশ দিয়েছি।’
কামারুজ্জামানকে আপিল বিভাগের রায় জানানো হয়েছে কি না, এমন প্রশ্নে জবাবে আনিসুল হক বলেন, ‘আমি যতটুকু শুনেছি, আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কি না, সে প্রশ্ন আমি আইজি প্রিজন সাহেবকে করি নাই, কিন্তু আমি যতটুকু জানি তাঁকে (কামারুজ্জামান) জানানো হয়েছে, আপিল বিভাগে খারিজ হয়েছে এবং তাঁর মৃত্যুদণ্ড বহাল আছে।’