হলিউডের শক্তিমান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলির সঙ্গে অভিনয় করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ বিষয়ে তুরস্কের এক চিত্র পরিচালক তার সঙ্গে চুক্তি সেরেছেন। তুরস্কের বিখ্যাত চিত্র পরিচালক এইউপ দারলিক ‘হায়াত কপরুসু’ নামে একটি টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। যাতে সিরিয়ার গৃহযুদ্ধে নির্যাতিত এক পরিবারের নিজ দেশ ছেড়ে পালানোর কষ্টকর ঘটনা রয়েছে। এছাড়া পরবর্তীতে শরণার্থী হিসেবে ওই পরিবারের নানা দুঃখ-কষ্টের কথা থাকবে সিরিজটিতে। ওই সিরিজে বিশ্বের নামিদামী অভিনেতা-অভিনেত্রীদের সমাবেশ ঘটাবেন পরিচালক। হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি তারমধ্যে অন্যতম। ওই সিরিজে রিয়াল মাদ্রিদের পর্তুুগজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোও অভিনয় করবেন বলে জানালেন পরিচালক এইউপ দারলিক। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলিকে রিয়াল মাদ্রিদ হারায় ৩-১ গোলে। ম্যাচটি পুরো ৯০ মিনিট খেলেন রোনালদো। ওই ম্যাচের পর ব্যবসায়িক কাজে তুরস্কে যান রোনালদো। তুরস্কের ফুটবল ফেডারেশনের সহায়তায় রোনালদো সে দেশে একটি শপিং মল খুলতে যাচ্ছেন। ওই সফরে পরিচালক দারলিকের সঙ্গে রোনালদোর চুক্তি হয়। এপ্রিলের প্রথম সপ্তাহে রোনালদো ও জোলিদের নিয়ে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কে এই সিরিজের চিত্রধারণ হবে বলে জানালেন তিনি। এটা বাস্তবায়ন হলে রোনালদোকে প্রথম বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে। ‘হায়ত কপরুসু’ সিরিজটি মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার কয়েকটিদেশে প্রচারিত হবে। রোনালদোর অভিনয় নিয়ে পরিচালক বলেন, ‘আমরা এপ্রিলের শুরুতেই সিরিজটির চিত্র ধারন শুরু করবো। গৃহযুদ্ধের শারণে সিরিয়ার একটি পরিবারের নিজ দেশ থেকে পালানোর কষ্টকর একটি বিষয় তুলে ধরা হবে। এই সিরেজের জন্য আমি সারা বিশ্বের কয়েকজন নামিদামী অভিনয় শিল্পীকে বেছে নিয়েছি। ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যাঞ্জেলিনা জলি ও ন্যান্সি আজরাম এই সিরিজে অভিনয় করবেন।’