চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার খুবই বাজেভাবে পিএসজির কাছে শেষ ষোলোর প্রথম লেগটা হারার পর অনেকগুলো গুঞ্জন শোনা যাচ্ছে। সবচেয়ে বড়টা হচ্ছে, এ মৌসুম শেষেই বিদায় করে দেওয়া হতে পারে বার্সা কোচ লুইস এনরিকেকে। পরবর্তী কোচ হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে কীভাবে যেন চলে এসেছে গার্দিওলার নামটাও। যদিও ম্যানচেস্টার সিটিতে মাত্র প্রথম মৌসুম চলছে গার্দিওলার। স্বভাবতই গার্দিওলাকে ব্যাপারটা ব্যাখ্যা করতে হচ্ছে বারবার। সেটা করতে গিয়েই কাল সিটি কোচ স্পষ্ট বলেছেন, ‘আমি আর কখনো কোচ হিসেবে বার্সেলোনায় ফেরত যাব না। ওখানে আমার অধ্যায় শেষ।’
গার্দিওলা বার্সেলোনায় না ফিরলেন। মেসি তো সিটিতে আসতেই পারেন! বিশেষ করে, বার্সার সঙ্গে বর্তমান চুক্তিটা যে এখনো মেসি নবায়ন করেননি। কিন্তু গার্দিওলা উড়িয়ে দিলেন এই সম্ভাবনাও, ‘আমি আগেও অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি। আমার বিশ্বাস, মেসি বার্সেলোনাতেই তাঁর ক্যারিয়ার শেষ করবে।’
গার্দিওলা-মেসির পুনর্মিলনী তবে আর দেখা হচ্ছে না ফুটবলপ্রেমীদের! গোল ডটকম।