পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই প্রকল্পে অর্থায়ন বাতিল এবং কানাডীয় আদালতে মামলা করার কারণে বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনীল দাসগুপ্ত, এম এ গনি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক প্রমুখ।