আরেকবার এফডিসিতে কাসেম মালার প্রেম ছবিতে মান্নার স্ট্যান্টম্যান হিসেবে কাজ করতে গিয়ে আমার পুরো শরীরে আগুন লেগে গিয়েছিল। মাস্তানেরা চম্পার বাড়িতে আগুন লাগায়। নায়ক আগুনে লাফ দিয়ে ঘরের মধ্য থেকে চম্পাকে উদ্ধার করবেন। স্ট্যান্টম্যান হিসেবে মান্নার ডামি দিচ্ছিলাম আমি। ক্যামেরা চলছে। আগুনে লাফ দেওয়ার পরপরই নিচ থেকে একটি শুটিং বোমা ফেটে যায়। আমার পুরো শরীরে আগুন লেগে যায়। মান্নাই হাসপাতালে যাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছিলেন।
মান্না মারা যাওয়ার ৮-১০ দিন আগের ঘটনা। ছবির নাম মনে নেই। এফডিসির কড়ইতলায় শুটিং চলছিল। মান্না কবর থেকে মাটি ভেঙে ওমর সানীকে নিয়ে তারের সাহায্যে ওপরে উঠবেন। আমি ছিলাম ওই ছবির ফাইট ডিরেক্টর। মান্না রাজি ছিলেন না শটটি দিতে। আমি রাগারাগি করলে শেষ পর্যন্ত দৃশ্যটি করেন। তারে ঝুলে কবর থেকে মান্না যেভাবে উঠলেন, এক টেকেই দৃশ্য ওকে। সেদিন মান্না বলেছিলেন, দৃশ্যটি করার পর আরও ১০ বছর হিরোগিরি করার আয়ু বেড়ে গেছে তাঁর। পরে শুনেছিলাম, কিছুদিন আগে মান্নার শরীরে অস্ত্রোপচার হয়েছিল। আমি জানতাম না।
মান্না একজনই হয়। অ্যাকশন হিরো হিসেবে অতুলনীয়। বাংলাদেশের ছবিতে মান্না হয়ে আর কেউ আসবে, আমার মনে হয় না।