দেশের সংবিধান ও আইনের বাইরে কোনো শক্তির দ্বারা নতুন নির্বাচন কমিশন প্রভাবিত হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। বুধবার বিকালে ইসি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আজ দুপুর ৩টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেয় নবগঠিত ইসি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সিইসিসহ ৫ নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান। শপথ নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান কমিশনাররা। সেখানে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন নতুন সিইসি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই মূহুর্তে নির্বাচন কমিশনারদের প্রথম কাজ হচ্ছে নিজেদের মধ্যে বৈঠক করে সমস্যা চিহ্নিত করে তার সমাধান বের করা। নতুন ইসি সরকারের হস্তক্ষেপ কিভাবে মোকাবেলা করবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, কোনো প্রভাব বিস্তারে প্রভাবিত হবো না। সংবিধান ও আইন-কানুনের বাইরে কোনো শক্তি দ্বারা প্রভাবিত হবো না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করে সিইসি বলেন, শপথ নেয়ার পর আমার আর কোনো দল নেই। আমার সঙ্গে কোনো দলের সম্পর্ক ছিল না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। এজন্য সকল রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ করে যাবে নতুন ইসি।