উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ভাই খুন

Slider সারাবিশ্ব

53620_kim-jong-nam

 

ডেস্ক; উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের  সৎভাইকে মালয়েশিয়ায় বিমানবন্দরের বাইরে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।
এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ও বিবিসি। ধারণা করা হচ্ছে, দু’জন নারী সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরে স্থানীয় সময় সকাল নয়টায় কিম জং-নাম’কে আক্রমণ করে। এ সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, আক্রমণকারী দু’নারী উত্তর কোরিয়ার এজেন্ট। আক্রমণের পরপরই তারা একটি ট্যাক্সিতে করে পালিয়ে যায় এবং এখনো তাদের অবস্থান অজ্ঞাত। খুনের উদ্দেশ্য সম্বন্ধে এখনো কিছু জানা যায় নি। তবে দক্ষিণ কোরিয়ার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হুয়াং কিয়ো-আহ্ন বলেন, যদি এ খুনের পেছনে উত্তর কোরিয়ার হাত থেকে থাকে তাহলে তা দেশটির ‘নির্মমতা ও অমানবিক আচরণের’ প্রমাণ দেবে। উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা জ্যাং সাং-তায়েকের পর উত্তর কোরিয়ার নেতাদের ইতিহাসে এটিই সবচেয়ে বেশী উচু পর্যায়ের নেতার মৃত্যুর ঘটনা। প্রেসিডেন্ট হুয়াং বলেন, ‘তিনি উত্তর কোরিয়ার উপর কড়া নজর রাখবেন।’ ম্যাকাওয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন কিম জং-নাম। আক্রমণের পরপর তাকে বিমানবন্দর ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়। ২০১৩ সালে জ্যাং সাং-তায়েকের ফাঁসির পর থেকে কিম জং-নাম মালয়েশিয়ায় পলাতক ছিলেন। তিনি বেশির ভাগ সময় দেশের বাইরে কাটাতেন এবং দেশটিতে তার পরিবারের রাজবংশীয় নিয়ন্ত্রনের বিরুদ্ধে অনেকবার জনসম্মুখে প্রতিবাদ করেছেন। তাকে ২০১১ সালে একবার হত্যা করার চেষ্টা চালানো হয়। তার লাশ চিহ্নিত করতে বেশ সময় লাগে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম মঙ্গলবার সকালের দিকে প্রকাশ করে যে মৃত ব্যক্তির নাম কিম জন-উন। তিনি ভ্রমণের সময় পাসপোর্টে নিজের নামের বদলে ‘কিম চল’ নাম ব্যবহার করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *