ঢাকা; এ বিষয়ে ৩০ দিনের মধ্যে গাইবান্ধার জেলা প্রশাসক ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে সংঘর্ষের ঘটনায় উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
ভূমি সচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী সুপ্রকাশ দত্ত প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ গত ৮ জানুয়ারি এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল দিয়েছিলেন। সাহেবগঞ্জে সংঘর্ষের ঘটনার পর ইচ্ছাকৃতভাবে আলামত নষ্ট করার অভিযোগে রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান আদালত। রংপুর সুগার মিলের এমডিকে প্রতিবেদন দিতে বলেছিলেন আদালত। তিনি আদালতে প্রতিবেদন দেন। এ বিষয়ে আজ শুনানিকালে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।