গ্রাম বাংলা ডেস্ক: জামায়াতে ইসলামীর ডাকা তৃতীয় দফার দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল আজ বুধবার শুরু হয়েছে। শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত চলবে এই হরতাল। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল ও মীর কাশেম আলীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান হরতালের ঘোষণা দেন।