আইপিএলের নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার

Slider খেলা

Untitled-1-3-697x376

 

চলতি মৌসুমের টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরো ছয় ক্রিকেটার। ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশেই এখন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠীত হয়ে থাকে। তবে আইপিএলই এর মধ্যে সবচেয়ে জমজমাট। ভারতের ঘরোয়া এই টুর্নামেন্টে যেন তারার মেলা বসে। সেই মেলায় কয়েক মৌসুম ধরেই নিয়মিত বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত মৌসুমে আইপিএল মাতিয়েছেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে সাকিব যথারীতি তাদের আগের দল কলকাতা নাইট রাইডার্সেই খেলবেন। মুস্তাফিজকেও রেখে দিয়েছে তার গত মৌসুমের দল সানরাইজার্স হায়দরাবাদ।
এই ছয়জন হলেন: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক (বিজয়), তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। প্রত্যেকেরই ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি।
বাংলাদেশের দুই তরুণ তাসকিন ও মিরাজ গেল মৌসুমের বিপিএলে বল হাতে ভালো করেছেন। ধারাবাহিক পারফর্ম করে যাওয়া তাসকিনও আছেন আইপিএলের নিলামে।নিলামে আছেন মারকাটারি ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া সাব্বির আর ঠান্ডা মাথার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। অনেক দিন ধরেই বাংলাদেশের জাতীয় দলের বাইরে থাকা ওপেনার এনামুলও আছেন নিলামে। তারা তিনজনই সর্বশেষ বিপিএলে ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। ১৪ ম্যাচে ৩৯৬ রান নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন মাহমুদউল্লাহ। ৩৭৭ রান নিয়ে এর পরেই ছিলেন সাব্বির। ১৩ ম্যাচ খেলে ২৫০ রান করেছিলেন এনামুল।
বাংলাদেশ ক্রিকেট দল কদিন আগে ভারত সফরও করল।

ক্রিকেটারদের সম্পর্কে এ সময়ে ভারতীয় মিডিয়ায় বেশ লেখালেখি হয়েছে। এমনিতে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা খুব কম হলেও এবার প্রতিনিধি বাড়ার সম্ভাবনা আছে। যদিও বাংলাদেশের বেশির ভাগ তারকা ক্রিকেটার শ্রীলঙ্কা সফরের কারণে জাতীয় দলে ব্যস্ত থাকবেন। এদিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশি ক্রিকেটারদের নাও কিনতে পারে দলগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *