ঢাকা; রাজধানীর পৃথক স্থানে তিনজনের অপমৃত্যু হয়েছে। নিহতেরা হলেন- মনির খাঁ (৩৫), আমিন হোসেন (১৭) ও রহিমা বেগম (৭০)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১টার দিকে কামরাঙ্গিরচর থানাধীন আলীনগরের বড় মসজিদের পাশের একটি ছয়তলা নিমার্ণাধীন ভবনে কাজ করার সময় এক তলার ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। রক্তাক্ত অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী মিলন হোসেন ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, কামরাঙ্গিরচরের হুজুর পাড়ায় একটি টিনশেডের বাড়িতে ভাড়া থাকতেন মনির। তার বাবার নাম মোকছেদ খায়ের। গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার মোসাং এলাকায়। অন্যদিকে, গতকাল সকাল ১০টার দিকে মিরপুরের টোলারবাগ ২ নম্বর গেটের একটি নিমার্ণাধীন ৮ তলা ভবনের লিফটের ফাঁকাস্থানে পড়ে গুরুতর আহত হন আমিন হোসেন। রক্তাক্ত অবস্থায় আহতের সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বংশালের নবাবপুরের টেকেরহাটের ৫/৫ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন রহিমা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই বাসার তৃতীয় তলার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তার মেয়ে শাহানা বেগম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে শাহানা বেগম সাংবাদিকদের জানান, তার মা ওই বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। বৃদ্ধ হওয়ার কারণে কোথাও তেমন যাতায়াত করতে পারতেন না। বাথরুমে যাওয়ার জন্য নিচে নামতে গেলে সিঁড়ি থেকে পড়ে মারা যান তিনি।