দেশে চালু হলো ভয়েস মেইল সেবা

Slider তথ্যপ্রযুক্তি

53371_vs

 

ঢাকা; মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে দেশে চালু হলো ভয়েস মেইল সেবা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের মোবাইল ফোনে ভয়েস মেইল পাঠিয়ে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ভয়েস মেইলে জয় বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ভয়েস মেইল সার্ভিস চালু করার জন্য আমার অভিনন্দন, কৃতজ্ঞতা রইল। সোমবার বিটিআরসি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বিটিআরসি চেয়ারম্যানের মোবাইলে এই সেবা চালু উপলক্ষে একটি অভিনন্দন বার্তা পাঠান। ভয়েস মেইল সেবা চালু প্রসঙ্গে ড. শাহজাহান মাহমুদ বলেন, ভয়েস মেইল সেবা নতুন কিছু নয়। বিভিন্ন দেশে এটি চালু রয়েছে। আমাদের দেশেও এই সেবা চালু ছিল। তবে আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। আমার বিশ্বাস, জনগণ এই সেবা ব্যবহারে এগিয়ে আসবে। বিটিআরসি চেয়ারম্যান জানান, প্রাথমিকভাবে মোবাইল ফোন অপারেটর রবির মাধ্যমে এই সেবা চালু করা হলো। আগামীতে বাংলালিংক এবং টেলিটকের গ্রাহকরাও এই সেবা ব্যবহারের সুবিধা পাবেন। রবির প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ জানান, বর্তমানে রবির ১২ লাখ গ্রাহক ভয়েস মেইল সেবা ব্যবহার করছেন। এজন্য অতিরিক্ত কোনো চার্জ নেই। ভয়েস কলের সমানই ভয়েস মেইল সেবার চার্জ নেয়া হচ্ছে। অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ প্রতিষ্ঠানটির একাধিক কমিশনার ও মহাপরিচালক অংশ নেন। এ ছাড়া বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের প্রধান নির্বাহীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *