গাজীপুরে অধ্যাপক মান্নানের জামিন বহাল

Slider ফুলজান বিবির বাংলা

16736580_658949150974896_2142307581_n

 

 

 

 

 

 

 

গাজীপুর : দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (সাময়িক বরখাস্ত) মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের জামিন বহাল রেখেছেন গাজীপুরের একটি আদালত।

রবিবার সকালে আদালত পরিবর্তনের কারনে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজের এক নং আদালতে হাজির হয়ে তিনি পুনরায় জামিন গ্রহণ করেন। এসময় গাজীপুরের জাতীয়তাবাদী আইনজীবি নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন। মান্নানের আইনজীবি সিদ্দিকুর রহমান জানান, এই মামলায় অধ্যাপক এম এ মান্নানের উচ্চ আদালতের জামিনের মেয়াদ থাকার পরও রবিবার আদালত বদলী মূলে অতিরিক্ত জেলা ও দায়রা জজের এক নং আদালতে হাজির হয়ে তিনি পুনরায় জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন। গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, এম এ মান্নান দুদকের করা একটি মামলা আদালত পরিবর্তনের কারনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির হয়ে জামিন গ্রহন করেন। পরে শ্রীপুর থানায় নাশকতার একটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত-১ এ হাজিরা দেন।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে এক কোটি তিন লাখ আট হাজার ১৩২ টাকা আয় হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হজার টাকা ব্যয় করা হয়। ব্যাংক হিসাবের মাধ্যমে যথাযথভাবে এই ব্যয় করা হয়নি- এমন অভিযোগে গত বছরের ১৩ জুন দুদকের উপ-পরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা করেন। কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় ২০১৬ সালের ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়। পরে নাশকতা ও দুনীতির ২৮টি মামলা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গত ৬ জানুয়ারী তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *