রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও ব্যাগ-টাকা ছিনতাইয়ের অভিযোগে পার্কের ইজারাদারসহ আট দশ জনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ আব্দুল হামিদ বাদী হয়ে শনিবার রাতে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম শফিককে প্রধান আসামী ও উপজেলা কৃষকলীগের সভাপতি কবির সরকারসহ আট দশ জনের বিরুদ্ধে বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়।
মামলার সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মামলার প্রায় বেশ কয়েক জনকে আগেই গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
উল্লেখ: গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ১৮৫ জন শিক্ষার্থী বন অধিদফতর থেকে বিশেষ ছাড় প্যাকেজ নিয়ে সাফারি পার্কে ঢুকছিল। এসময় শিক্ষার্থীদের কাছে পার্কের গেটের ইজারাদাররা আইডি কার্ড দেখতে চায়। প্রথমবর্ষ বাদে অন্য বর্ষের শিক্ষার্থীরা আইডিকার্ড দেখালে তাদের ভেতওে ঢুকতে দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থীদেও এখনও কোনো আইডি কার্ড ইস্যু হওয়ায় শিক্ষার্থীরা তাদের ভর্তির রশিদ ও লাইব্রেরিকার্ড দেখালেও তাদের ভেতরে ঢুকতে বাধা দেয়া হয় এবং অতিরিক্ত টাকা দাবিকরে। এ নিয়ে ইজারাদারের লোকজন ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ হামলায় শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হন।

