চট্টগ্রাম; সরকারি সিটি কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে ওই সংঘর্ষ হয়।
নিহত ইয়াসিন সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। সংঘর্ষে আহত হয়েছেন হারুনুর রশিদ। তিনি একই কলেজের বিএসএস পাশ কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইয়াসিন ও আহত হারুনুর রশিদ এক সময় চট্টগ্রাম নগর ছাত্রলীগের উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল আহাদের অনুসারী ছিলেন। সম্প্রতি আহাদের পক্ষ ত্যাগ করেন ইয়াসিন। এ নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে আজ রিয়াজ উদ্দিন বাজারে দুই পক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইয়াসিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল সোয়া চারটার দিকে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ বলেন, নিহত ইয়াসিন ও আহত হারুন সিটি কলেজ ছাত্রলীগের কর্মী। আহাদের অনুসারী ছিলেন দুজনই। দুজনের দ্বন্দ্ব থেকে সংঘর্ষ নাকি অন্য কিছু, তা এখনই বলতে পারছি না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন জানান, এ ঘটনায় হারুনুর রশিদকে আটক করে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।