ঢাকা; সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনী হত্যার বিচার ও খুনীদের গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আগামীকাল শনিবার বেলা ১১টায় ডিআরইউ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, পাঁচ বছর পার হলেও আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও চিহ্নিত ও গ্রেফতার করা হয়নি। কমিটি সাগর-রুনী হত্যাকান্ডের তদন্ত গতিশীল করা এবং অনতিবিলম্বে খুনিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী সাগর-রুনী হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য ডিআরইউর সদস্য, সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনী ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নির্মমভাবে খুন হন।
কার্যনির্বাহী কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, পাঁচ বছর পার হলেও আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও চিহ্নিত ও গ্রেফতার করা হয়নি। কমিটি সাগর-রুনী হত্যাকান্ডের তদন্ত গতিশীল করা এবং অনতিবিলম্বে খুনিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী সাগর-রুনী হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য ডিআরইউর সদস্য, সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনী ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নির্মমভাবে খুন হন।