কাজই প্রমাণ করবে কমিশন কী পারবে

Slider ফুলজান বিবির বাংলা

52644_f4

 

ঢাকা; কাজই প্রমাণ করবে নতুন গঠিত নির্বাচন কমিশন কী করতে পারবে। এখনই বিস্তৃত মন্তব্য বা প্রতিক্রিয়া দেয়ার সময় নয় উল্লেখ করে নবনির্বাচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, কমিশন কিভাবে পরিচালিত হবে তা একক কোনো বিষয় নয়। এটা একটি যৌথ প্রক্রিয়া। আর কমিশনের কাজেই প্রমাণিত হবে সফলতা।
আগামী জাতীয় নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সার্চ কমিটির মাধ্যমে গঠিত সর্বজনগ্রহণযোগ্য এই কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে তার ওপর নির্ভর করছে প্রকৃত সাফল্য। সরকারের সাবেক অতিরিক্ত সচিব, রম্য গদ্য লেখক, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, শিশু সাহিত্যিক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত অনুভূতি প্রকাশে সকলের সহযোগিতা চেয়ে বললেন, সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা, দক্ষতা এবং বিবেকবোধ সমুন্নত রেখে অর্পিত দায়িত্ব পালন করবো। সামনের জাতীয় নির্বাচন যথাযোগ্যভাবে অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, সরকার এবং সর্বোপরি সকলের সহযোগিতাও চাইলেন নতুন এই নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *