নীলফামারী : নীলফামারীরর সৈয়দপুরে অবস্থিত আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের “ক্যাফে লেইজার” প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানটি মঙ্গলবার দুপুর ২.৩০ থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও সৈয়দপুরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৫ টি পিঠার স্টল রাখা হয়। প্রতিটি স্টলে ছিল নানান রকমের পিঠার আয়োজন। পিঠা উৎসব শিক্ষার্থী ছাড়াও সকল জন সাধারণের জন্যে উন্মুক্ত ছিল।
অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো: ইমামুল হুদা, পিএসসি(অব:)। পিঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. মো: মামুনুর রশীদ। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্র ও শিক্ষক গণ ছাড়াও সৈয়দপুরের সর্বসাধারণ উপস্থিত ছিলেন। পিঠা উৎসবটি বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টার দপ্তর থেকে আয়োজিত হয়।