বাপ্পা মজুমদারের সুর-সংগীতে সাদিয়া তানি

Slider বিনোদন ও মিডিয়া

tani - Copy

 

 

 

 

 

ঢাকা;  বাপ্পা মজুমদারের সুর-সংগীতে গান গাইলেন এ প্রজন্মের গায়িকা সাদিয়া তানি। সম্প্রতি বাপ্পার নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘যতদূর চোখ যায়’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন ইব্রাহীম ফাতেমী। কিছুদিনের মধ্যেই ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। এতে মডেল হিসেবে থাকবেন তানি নিজেই।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘সাদিয়া তানির কণ্ঠটি ভারি মিষ্টি। এ গানটিও সে দারুণ গেয়েছে। মেলোডি ধাঁচের ওপর গানটি তৈরি করেছি। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। ’

সাদিয়া তানি বলেন, ‘বাপ্পা মজুমদার আমার প্রিয় শিল্পীদের একজন। দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাঁর সুরে গান করার। এবার সে স্বপ্ন পূরণ হওয়ায় খুব ভালো লাগছে। আশা করি, গানটি শ্রোতাদের পছন্দ হবে। ’

প্রসঙ্গত, নরসিংদীর মেয়ে সাদিয়া তানি লন্ডন প্রবাসী। পড়াশোনা করতে গিয়ে সেখানেই স্থায়ী হয়ে যান। তবে গানের টানে বারবার দেশে ফিরে আসেন। ২০১৪ সালে শাহ আব্দুল করিমের গান নিয়ে তিনি প্রকাশ করেন নিজের প্রথম একক ‘তোমারও পিরিতি’। সংগীতায়োজনে ছিলেন ইবরার টিপু। এর মধ্যে টাইটেল গানটির ভিডিও প্রকাশ করেন শিল্পী। গানটি বেশ প্রশংসিত হয়।

বর্তমানে জাহিদ বাশার পংকজের সংগীতে সৈয়দ দুলালের কথায় একটি লোক গানের অ্যালবাম করছেন তানি। ‘চিরকুট’ ব্যান্ডের ইমন চৌধুরীর সুর-সংগীতেও দুটি গান করছেন। গান দুটির গীতিকার রবিউল ইসলাম জীবন। চলতি বছরই সাদিয়া তানির নতুন গানগুলো প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *