সার্চ কমিটির সুপারিশকৃত নাম প্রকাশের দাবি বিএনপির

Slider ফুলজান বিবির বাংলা

52357_lead

 

ঢাকা; নির্বাচন কমিশন গঠনে (ইসি) প্রেসিডেন্টের কাছে সার্চ কমিটির সুপারিশকৃত নামগুলো জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ দাবি জানান।
তিনি বলেন, সার্চ প্রস্তাবিত নামগুলো প্রকাশ করতে হবে। তাহলে বোঝা যাবে সার্চ কমিটি ক্ষমতাসীনদের নির্দেশে কাজ করছে, নাকি নিরপেক্ষভাবে কাজ করছে। আমি বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটির প্রতি আহ্বান জানাচ্ছি, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ লোকদের নামের তালিকা করে জাতির সামনে প্রকাশ করুন।
রিজভী বলেন, জাতি প্রত্যাশা করে দল নিরপেক্ষ, সাহসী, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। বিএনপিসহ দেশবাসীর প্রত্যাশা- সার্চ কমিটি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শাণিত বিবেক দিয়ে কাজ করবেন, যাতে জাতীয় স্বার্থই প্রাধান্য পায়। প্রেসিডেন্ট যাতে প্রভাবমুক্ত, যেকোনো চাপকে অগ্রাহ্য করতে পারে এধরণের শক্তিশালী, ঋজু, মেরুদন্ডসম্পন্ন নির্বাচন কমিশন গঠন সহায়ক হয়। কারণ গণতন্ত্রের অন্যতম উপাদান নির্বাচন, সেই নির্বাচন যাতে কলুষমুক্ত করা যায় সেই লক্ষ্যেই শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজন। আর এটি বাস্তবায়িত হলে বর্তমান সংকটময় রাজনীতি কিছুটা হলেও আশার আলো দেখতে পাবে। মনে রাখতে হবে, এ জাতির প্রতি সার্চ কমিটিরও যথেষ্ট দায়িত্ব ও জবাবদিহীতা রয়েছে।
রিজভী বলেন, জনগণের ইচ্ছাকে পদদলিত করে এমন কোনো কাজ করবেন না যাতে দেশবাসী আস্থাহীন হয়। যদিও যেভাবে আওয়ামী লীগের দলীয় মনোভাবাপন্ন লোকদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে তাতে তারা দলীয় মতাদর্শের বাইরে গিয়ে নিরপেক্ষ লোকদের দিয়ে তালিকা তৈরি করবেন কি না, তা নিয়ে জনগণ যথেষ্ট শংঙ্কিত। ইসি গঠনে সার্চ কমিটি প্রেসিডেন্টের কাছে যে তালিকা জমা দেবেন, তা জাতির সামনে প্রকাশের প্রয়োজন নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আসলে সরকার নিরপেক্ষ ইসি গঠনের পক্ষে কি না, তা ওবায়দুল কাদেরের বক্তব্যে যথেষ্ট সন্দেহ দানা বাঁধছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *