আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় নিম্নমানের কাজের কারণে এলজিইডি’র নির্মানাধীন একটি বক্স কালভার্টে ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর পুরান কালীবাড়ি থেকে কুড়ালিয়া রাস্তায় মন্মথ বৈষ্ণবের বাড়ির সামনের খালের উপর এলজিইডি বিভাগ থেকে প্রায় ১৭লাখ টাকা ব্যয়ে একটি বক্স কালভাট নির্মানের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে শরীফ এন্টার প্রাইজ এর মালিক ফয়েজ শরীফ। উপজেলা এলজিইডি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনিরের সহযোগীতয়ি ঠিকাদার কাজের শুরুতেই নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ শুরু করেন। এলাকাবাসীর কোন আপত্তি কর্নপাত করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ওই কাজ তদারকির দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির। নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে কাজের ফলে কাজ হস্তান্তরের আগেই বক্স কালভার্টের পূর্ব পাশের মাটি ধরে রাখার এপ্রোচ মাটি ফিলিং ফেঁটে গিয়ে ব্রিজ ধ্বসের আশংকায় রয়েছে। ফলে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির বলেন, ঠিকাদার এখনও কাজ এলজিইডিকে বুঝিয়ে দেয়নি। তাদের কাছ থেকে পুরো কাজ বুঝে নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজ কুমার গাইন সাংবাদিকদের জনান, সরেজমিন বক্স কালভার্ট দেখে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।