লালমনিরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Slider রংপুর

FB_IMG_1486345410706

এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ,লালমনিরহাট সদর উপজেলার তিস্তা কাচারি বাজার এলাকা থেকে ৭০ কেজি ভারতীয় গাঁজাসহ মহিদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে  ৯টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।মহিদুল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুলতান বাহাদুর এলাকার আব্দুস ছামাদের ছেলে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তিস্তা কাচারি বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে একটি পিকাপ ভ্যান আটক করা হয়। পরে পিকাপ ভ্যানটি তল্লাশি করে ৭০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসময় চালক ও সহকারী চালক পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী মহিদুলকে আটক করা হয়।
এ ঘটনায় মহিদুলের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *