মোঃ জাহিদুল ইসলাম ডিমলা প্রতিনিধিঃ।। (নীলফামারী) : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন। ৫ ফ্রেব্রুয়ারী রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির এক বছর মেয়াদী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে শান্তিপূর্ন ভাবে ভোটাররা ভোট প্রদান করেছেন।
নীলফামারীর জেলা শিল্পকলা অডিটোরিয়াম প্রাঙ্গনে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জানা যায়, রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাংবাদিক রাজা আহম্মেদ, এ সময় প্রিজাইটিং ও সহকারী প্রিজাইটিং হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক এস এ প্রিন্স, সাংবাদিক পারভেজ উজ্জল, সাংবাদিক মৃর্ত্যুঞ্জয় রায় ও সাংবাদিক পিকে সাইদুল। এক বছর মেয়াদী জেলা রির্পোর্টাস ইউনিটির সভাপতি পদে ভোট যুদ্ধে লড়াই করেন সাংবাদিক নুর আলম সিদ্দিকী দুলাল ও সাদিকুর রহমান শাহ স্কলার। নির্বাচনে ২৯ টি ভোটের মধ্যে নুর আলম সিদ্দিকী ২৪ ভোট পেয়ে সভাপতিদ নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি সাদিকুর রহমান শাহ স্কলার ৫ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হন। অপরদিকে অর্থসম্পাদক পদে ভোট যুদ্ধে এন এম হামিদী ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি সাইফুল ইসরাম মানিক ১০ ভোট পেয়ে বিজয়ী হন। নিবার্চনের সার্বিক বিষয় পরিচালনাকারী প্রধান সাংবাদিক রাজা আহম্মেদ জানান, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আল- আমিন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। সেই সাথে ইউনিটির আরো বেশ কিছু গুরুত্ব পূর্ন পদে কোন প্রতিদ্বন্দি না থাকায় তারা ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন। তিনি আরো বলেন, সভাপতি পদে নুর আলম সিদ্দীকি দুলাল ভোট পান-২৪ ও সাদিকুর রহমান শাহ স্কলার-৫ এবং অর্থ সম্পাদক পদে এন এম হামিদী ভোট পান -১৯ ও সাইফুল ইসলাম মানিক-১০। উল্লেখ্য, নীলফামারী জেলার ৬টি উপজেলার সাধারন সম্পাদক ও সভাপতিগণ ভোটারধীকার প্রয়োগ করেন। ৬ উপজেলার ১২ জন ভোটার ও জেলা রিপোর্টার্স ইউনিটির ১৭ জন ভোটারসহ মোট ২৯ জন ভোটার ভোটাধীকার প্রয়োগ করেন।