স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: অনেকটা শান্তিপূর্নভাবে গাজীপুর জেলায় হরতাল পালিত হচ্ছে। বিচ্ছিন্নভাবে গাড়ি ভাংচূর ছাড়া তেমন কোন ঘটনা ঘটে নি। টঙ্গীতে পুলিশ জামায়াত কর্মী সন্দেহে এক একজনকে আটক করেছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন জানান, চেরাগ আলী এলাকা থেকে গত রাতে জামায়াত কর্মী সন্দেহে তাকে আটক করা হয়। তার বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের পশ্চিম সাবিরিয়া গ্রামে।
এদিকে গাজীপুর জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দীঘির চালা এলাকায় শিবির কর্মীরা বিচ্ছিন্নভাবে দুটি যানবাহনে হামলা চালিয়ে ভাংচূর করে।
এ ছাড়া সারা জেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। র্যাবের টহলও দেখা গেছে। রাস্তাঘাটে পথচারীদের সংখ্যা প্রতিদিনের মতই। সকল রুটে যান চলাচল স্বাভাবিক। রেলরুটে নিয়মিত ট্রেন চলাচল করছে। অফিস আদালত ব্যাংক বীমা কল কারখানায় স্বাভাবিক কাজ কর্ম চলছে।