প্রাণকৃষ্ণ বিশ্বাস, বরিশাল বিভাগীয় ব্যুরোচীফ : নদী পরিব্রাজক দল বরিশাল জেলা শাখার উদ্যোগে কেজিএস স্কুল এ্যান্ড কলেজ, বাকেরগঞ্জ,বরিশাল এর শিক্ষক শিক্ষাথী’ অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্য সমন্বয়ে শুক্রবার নদী বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগীয় শাখার সহসভাপতি ফারুক ইসলাম হাওলাদার, অধ্যক্ষ, কেজিএস স্কুল এন্ড কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল।নদী পরিব্রাজক দল বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ পাঠ করেন নদী পরিব্রাজক দল বরিশাল জেলা শাখার সেক্রেটারি দিপক দাশ, অধ্যাপক, গনিত বিভাগ, আব্দুল মালেক ডিগ্রী কলেজ।এ সময় আনন্দঘন এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ প্রভাষক বাবু বিধান চন্দ্র পাইক,মোঃএনায়েত হোসেন,বাবু উজ্জল মালাকর প্রমুখ। সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি তার সমাপনী বক্তব্যে নদী দখল প্রতিরোধ , নদী দূষণ রোধ ও নদী রক্ষায় সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি উল্লেখ করেন এ কাজে বর্তমান প্রজন্মের তরুনদের এগিয়ে আসতে হবে সর্বাগ্রে। তরুনরা এগিয়ে এলেই কেবল মাত্র নদী সংরক্ষনের কাজটি সহজ হবে। তিনি অত্যন্ত বলিষ্ঠ কন্ঠে নদী সুরক্ষায় ব্যক্তি পর্যায়ে কী করণীয় এমন সব বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। সভাশেষে সকলের অংশগ্রহনে শোভাযাত্রা সহযোগে স্থানীয় গোমা নদী পরিদর্শন করা হয়। এলাকাবাসী সর্বস্তরের জনসাধারন এমন উদ্যোগকে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছে।