গ্রাম বাংলা ডেস্ক: রায় ঘোষণার পর ডিফেন্স টিমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, এই মুহূর্তে রায় কার্যকরের সুযোগ নেই। রায়ের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন করবো। সংবিধানের ১০৫ নং অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ করার সুযোগ আছে। আপিল বিভাগের রায়ের ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদনের বিধান রয়েছে। এসময়ের ভেতরেই আমরা রিভিউ করবো।
তিনি বলেন, এ রায়ে আমরা বেদানাহত। একজন আইনজীবী হিসেবে আপিল বিভাগের রায়ের সমালোচনা করা যায় না। তবে আমরা মনে করি, কামারুজ্জামান নির্দোষ মানুষ।
তাজুল ইসলাম আরো বলেন, অ্যাটর্নি জেনারেল সব সময় রিভিউ নেই বলে বিভ্রান্তি ছড়ান। আমরা বলতে চাই, অবশ্যই রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। এর আগে আব্দুল কাদের মোল্লার মামলায় রিভিউ শুনানি করেছে সুপ্রিম কোর্ট।
তিনি বলেন- আমরা আইনগতভাবে যা করার আছে সব কিছু করবো।
রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়ে তিনি বলেন- এটা আসামির এখতিয়ার। এ ব্যাপারে আমাদের কিছু বলা বা করার নেই।