গ্রাম বাংলা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। গতকাল রোববার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। চলবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।
গত বুধবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। এর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াত। গত বৃহস্পতিবার হরতাল এবং শুক্রবার দোয়া দিবস পালন করে তারা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৭২ ঘণ্টার হরতালের প্রথম দফা পালিত হয় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। মাঝে শুক্র ও শনিবার বিরতির পর হরতালের দ্বিতীয় দফা শুরু হয় রোববার সকাল ৬টায়। টানা ৪৮ ঘণ্টার এ হরতাল চলবে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত।