ডেস্ক; প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপ করা মুসলিম প্রধান ৭টি মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছেন ওয়াশিংটনে ফেডারেল বিচারক জেমস রবার্ট। ট্রাম্পের বহুল বিতর্কিত ও আলোচিত এ নিষেধাজ্ঞা স্থগিত করায় হোয়াইট হাউজের কোনো মন্তব্য পাওয়া যায় নি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
এতে বলা হয়েছে, বিচারক জেমস রবার্টকে নিয়োগ দিয়েছিলেন রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ওই বিচারক মৌখিক নির্দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করেন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে লিখিত কোনো ডকুমেন্ট দেয়া হয় নি। গত সপ্তাহে ডনাল্ড ট্রাম্প ৭টি মুসলিম দেশের ওপর ওই নিষেধাজ্্ঞা দিয়েছিলেন। এর মধ্যে সিরিয়ার নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয়া হয়। বিচারক ওই নিষেধাজ্ঞায় সাময়িক স্থগিতাদেশ দেয়ায় ওয়াশিংটনের এটর্নি জেনারেল বব ফার্গুসন সিএনএনকে বলেছেন, প্রকৃতপক্ষে এমনটাই আমরা চাইছিলাম।
(বিস্তারিত আসছে)