হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নয়নময় ত্রিপুরা বলেন, ৭ ব্যক্তির লাশ এসেছে। আহত ১৫ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁদের অন্য হাসপাতালে পাঠানো লাগতে পারে।
দুর্ঘটনা সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
স্থানীয় লোকজনের ভাষ্য, আলুটিলা এলাকায় খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের পাশে বৌদ্ধ সম্প্রদায়ের এক ধর্মীয় গুরুর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা চলছিল। এই আনুষ্ঠানিকতায় হাজারো অনুসারী অংশ নেন। তাঁদের মধ্যে সড়কে থাকা কিছু লোকের ওপর দ্রুতগতির একটি ট্রাক উঠে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
অন্যদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হচ্ছে, আলুটিলা এলাকায় খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কে দ্রুতগতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি স্থানীয় যানবাহন চাঁদের গাড়ির ওপর উঠে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।