গাজীপুর; আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গাজীপুর অনলাইন প্রেসক্লাব। মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুর জেলায় প্রথম প্রতিষ্ঠিত হল গাজীপুর অনলাইন প্রেসক্লাব।
বৃহসপতিবার বাদ আসর গাজীপুর মহানগরের শান্তিপল্লীতে ক্লাবের স্থায়ী কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এর শুভউদ্বোধন করা হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আমজাদ হোসেন মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহিদ বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার রেজাউল হাসানের প্রতিনিধি পুলিশ অফিসার প্রদ্দুত সরকার।
প্রধান আলোচক ছিলেন অনলাইন প্রেসক্লাব বাংলাদেশের কেন্দ্রিয় সভাপতি ড. এ কে এম রিপন আনসারী।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর মহানগর শাখার সভাপতি এড. ম মনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন, গাজীপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা আবিদ হোসেন বুলবুল, গাজীপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান,যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ রুবেল, আলী আজগর খান পিরু, চ্যানেল সিক্স এর চেয়ারম্যান তুহীন সারোয়ার, গাজীপুর অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন,সহ-প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সদস্য নুরুল ইসলাম তিতুমীর, শাহীনুল ইসলাম,মোঃ জাহাঙ্গীর আলম, মানবাধিকার নেতা আঃ রহমান, সাংবাদিক সিদ্দিকুর রহমান, মাহবুবুর রহমান, ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, মাসুদ পারভেজ, মোঃ মেজবাহ উদ্দিন, জামাকার শ্রীপুর উপজেলার সভাপতি সফিকুল ইসলাম সবুজ, গাজীপুর অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোলায়মান সাব্বির, সহ-দপ্তর সম্পাদক প্রিয়াঙ্কা দেবনাথ, এড. আলী আজম সুমন ও শিল্পপতি আলহাজ মোঃ মোখলেছুর রহমান প্রমূখ।