গ্রাম বাংলা ডেস্ক: সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। রাজধানীর কয়েকটি এলাকায়ও রাত নয়টার পর বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়েছে। তবে জাতীয় গ্রিড পুরো চালু না হওয়ায় কার্যত সারা দেশে অন্ধকারেই রয়েছে। রাত পৌনে ১০টা পর্যন্ত রাজধানীর মতিঝিল, রামপুরা, উত্তরা, মোহাম্মদপুর এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে মধ্য রাতের মধ্যেই ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়া সম্ভব হবে। রাতে ঢাকার বনানী, বাড্ডা, খিলক্ষেত, রামপুরা, মিরপুর, গাবতলীসহ কয়েকটি স্থানে বিদ্যুৎ আসে বলে ওইসব এলাকার বাসিন্দারা জানিয়েছেন। এদিকে সন্ধ্যার পর খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায়ও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সন্ধ্যার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়। রাত পৌনে ১০টার দিকে আগুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা হয় বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। রাত সাড়ে ১০টায় গাজীপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ হয়।