চাকরি হারালেন এটর্নি জেনারেল, নতুন এটর্নি জেনারেল নিয়োগ

Slider সারাবিশ্ব

51504_Acting

 

ঢাকা; প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘মুসলিম বিরোধী’ অভিবাসন নীতির সমালোচনা করে ও তার সঙ্গে দ্বিমত পোষণ করে চচাকরি খোয়ালেন ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল স্যালি ইয়েটস।
সোমবার রাতে তিনি প্রেসিডেন্টের অভিবাসন নীতির বিরোধিতা করেন। তাকে বরখাস্ত করে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন ডানা বোয়েন্টেকে। ওদিকে ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সিএনএন জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় ট্রাম্পের নিষেধাজ্ঞার পক্ষ অবলম্বন করবে না। ওদিকে যুক্তরাষ্ট্রে এ নীতির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ট্রাম্পের অভিবাসন নীতির সঙ্গে একমত নন বলে জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। গত রাতভর বৃটিশ পার্লামেন্টে এ নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। তাতে একের পর এক এমপি প্রশ্নবাণে জর্জরিত করেন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বৃটেনে।
(বিস্তারিত আসছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *