সিলেট প্রতিনিধি :: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ৩০/০১/২০১৭ সোমবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বের করা মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ। এ সময় ছাত্রদলের মিছিলে ব্যবহৃত ব্যানারও পুড়িয়ে দেয় ছাত্রলীগ।
এম সি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা জানান, তাকে আহ্বায়ক করে সম্প্রতি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে স্বাগত জানিয়ে দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদলের প্রায় শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসে একটি মিছিল বের করার চেষ্টা চালায়।
মিছিলটি প্রথমে সিলেট সরকারি কলেজ ঘুরে আসে। সরকারি কলেজে মিছিল শেষে সংলগ্ন এমসি কলেজে আসার পথে সিলেট-তামাবিল সড়কে মিছিলকারীদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ নেতা-কর্মীদের মারধর করে ব্যানার নিয়ে যায়।
এক পর্যায়ে পুলিশের সাথে ছাত্রলীগও যোগ দেয়। তারা পুলিশের কাছ থেকে ব্যানার নিয়ে তাকে আগুন লাগিয়ে দেয়।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে মিছিল বের করতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় ব্যানার পুড়ানোর ঘটনা ঘটে বলেও স্বীকার করেন ওসি।
.