দেশসেরা বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

Slider টপ নিউজ

received_1745166849134801

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬’ তে নির্বাচিত দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬’ তে রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া মো. আক্তারুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক শ্রী পীযুষ কান্তি রায়, সহকারী শিক্ষক মো. আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে এই ব্যাচটির অবদান ছিল অসামান্য। এই ব্যাচে রয়েছে ‘চ্যানেল আই আইজেন’ এ সেরা ৫ এ থাকা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হয়ে অংশগ্রহণকারী ২ শিক্ষার্থী, রয়েছে ঠাকুরগাঁওয়ের সাড়াজাগানো তরুণ ব্যান্ডদল ‘কালো দর্পণ’ এর ৫ সদস্য।

উল্লেখ্য যে, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এবছর দুই শিফট মিলিয়ে সর্বমোট ২৭৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *