ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

Slider রংপুর

received_1818049048447646

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় উত্তরের জেলা ঠাকুরগাঁওতেও উদযাপিত হলো ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭’।

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরে এ উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ ক্রীড়া শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষকগণকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যেই সরকারের ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ আয়োজিত হয়ে আসছে।

বিশেষভাবে বলে রাখা ভালো, গতবছর ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬’ তে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এছাড়া, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং বিদ্যালয়টির স্কাউট শিক্ষক মো. মাহবুবুর রহমান দেশসেরা স্কাউট শিক্ষক নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *