ডিমলা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Slider ফুলজান বিবির বাংলা

Screenshot_2017-01-28-21-32-51

মোঃ জাহিদুল ইসলাম ডিমলা প্রতিনিধিঃ।।  (নীলফামারী) : ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাথীদের বিদায়ী অনুষ্ঠান। ২৮ জানুয়ারী শনিবার সকালে নীলফামারীর ডিমলা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের পক্ষে শ্রদ্ধাঞ্জলীর মানপত্র পাঠ করে শুনায় ১০ শ্রেণীর ছাত্রী দোলনা আক্তার তৃষা। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি ছিলেন আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হানিফ সরকার. বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অমীয় কুমার ব্যানার্জী ও সম্পাদক প্রশান্ত দত্ত। সহকারী শিক্ষক আবু তাহের ও বিএসসি শিক্ষক গোলজার রহমানের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার, উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোঃ খলিলুর রহমান, মোঃ গোলজার রহমান, দেবীরানী চৌধুরী, মাহবুবার রহমান, সুরাইয়া ইয়াছমিন, রুপা চক্রবর্তী ও নিলুফা আক্তার প্রমূখ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদায়ী বক্তৃতা করেন লিশা আক্তার ও রুমেল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরাই এ দেশ ও জাতীর ভবিষৎ, তাই তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া করে বাবা-মা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। মনে রাখবে, তোমরাই আগামীতে এদেশের হাল ধরবে। উল্লেখ্য, বিদায় অনুষ্ঠানের প্রারাম্ভে প্রধান অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ২০৯ জন বিদায়ীদের হাতে পরীক্ষার উপকরণ দেওয়া হয়। পরিশেষে বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *