বিরামপুরে আকস্মিক দীর্ঘ লোড-শেডিং। এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি

Slider সারাদেশ

BirampurUpazila

 

 

 

 

 

 

 

 

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে হঠাৎ করেই আকস্মিকভাবে দীর্ঘ লোড-শেডিং এ যেমন বিপর্যস্ত হয়েছে জনজীবন, তেমনি ভোগান্তিতে পড়তে হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের।

২৮ জানুয়ারী, শনিবার সন্ধার পূর্ব মূহুর্তে প্রায় সাড়ে ৫ টার সময় দেখা দেয় লোড-শেডিং। এর কিছুক্ষন পর ফিরে এলেও তার স্থায়ীত্ব ছিল মাত্র কয়েক মিনিট। এরপর দীর্ঘ সাড়ে ৪ ঘন্টার তীব্র লোড-শেডিং।

এরই মধ্যে অতিষ্ট হয়ে উঠেছিল জনজীবন। শনিবার বিরামপুরে বড় হাটের দিন থাকায় ব্যপক ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারন ব্যাবসায়ীদের। এর সাথে সাথে ভোগান্তির স্বীকার হতে হয়েছে মাত্র চারদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থীদেরও।

কেন বা কি কারনে হঠাৎ এমন তীব্র লোড-শেডিং সে বিষয়ে জানতে চাইলে দিনাজপুর পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (জিএম) সন্তোস কুমার সাহা মুঠোফোনে জানান যে, “ট্রান্সফরমারের কিছু যান্ত্রিক ক্রুটির কারনেই এমনটা ঘটেছে”। এ কথা বলেই তিনি তড়িঘড়ি ফোন কেটে দেন। কিন্তু কি ধরনের যান্ত্রিক ক্রুটি এ ব্যাপারে জানার জন্য পুনরায় তাকে ফোন করলে তিনি ফোনকল প্রত্যাখ্যান করেন।
এদিকে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হঠাৎ করে এমন দীর্ঘ লোড-শেডিং এর সঠিক কারন খুঁজে বের করার এবং ভবিষ্যতে বিশেষ করে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময় যাতে তাদের আর এমন ভোগান্তিতে পড়তে না হয় সেদিকে কঠোর নজর দেওয়ার জোড় দাবী জানান বিরামপুরের আপামর সাধারন জনতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *