অসমাপ্ত জীবন,
————————কোহিনূর আক্তার
এ যেনো মোর অসমাপ্ত জীবন
দিয়ে গেলাম তোদের ।
তোরা কি পারবি গুছিয়ে নিতে
জীবন তোদের?
অনেক টা বয়স খেটেছি
আমি জীবনের পথে ,
তবুও তো পেলাম না,
জীবন সমাপ্তির সাধ।
এ জীবন শুরুই হয়েছে কেবল ,
শেষ তো হলো না আজ।
জীবনের অধ্যায় এতই কঠিন
শেষ হইয়াও শেষ হলো না যে ।
জীবনের ধারাপাত ১+১=0 হলো
৩+২=৫ রয়ে গেল,
জীবনের অংক মিলেনি কখনো ,
সুশ্রী শরীর ঝুলিয়ে গেল
কর্ম ক্ষমতার বোধ ও হারিয়ে গেল,
চোখের কাল মনি সাদা হয়ে গেল ,
প্রিয় আমার দুর আড়ালে চলে গেল
তবুও জীবনের খাতা
অসমাপ্ত রয়ে গেল ।
২৮/১/১৭ ☪☪☪☪☪