ঢাকা; নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য নিয়োগ দেওয়া সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
আবেদনকারী ইউনুছ আলী আকন্দ আইনজীবী বলেন, সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে। রিটের বিষয়ে রোববার হাই কোর্টের একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করেছেন। তাই আমি হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করেছি। আবেদনে আইন প্রণয়ন নিয়ে রিট নিষ্পত্তির অপেক্ষায় থাকাকালে সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এবং রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার্চ কমিটির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে বলে জানান ইউনুছ আলী।