সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের তিন সদস্য আহত হওয়ার ঘটনায় কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
তার নাম ফরহাত। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ফরহাতকে নগরীর বাগবাড়িস্থ বাসা থেকে আটক করা হয়।
কতোয়ালী থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকাল থেকে ব্লু বার্ড স্কুলের জুনিয়র ক্যাম্পাসে (সিলেট প্রেসক্লাবের বিপরীতে) প্র্যাকটিস করছিল বিদ্যালয়ের ক্রিকেট দলের সদস্যরা। প্র্যাকটিস চলাকালে কয়েকজন যুবক ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালায়।
এ সময় দৃষ্কৃতকারীরা একটি ঢিল ছুঁড়ে মারলে সেটি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রদীপ চন্দ্র দেবনাথের ওপর পড়ে যায়।
এতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে মারামারির ঘটনা ঘটে। এর প্রতিবাদে শতাধিক বিক্ষুব্ধ যুবক রাতে সুবিদবাজারে সড়ক অবরোধের সৃষ্টি করে।