ঢাকা; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। হোয়াইট হাউজে প্রথম তাদের সাক্ষাত অনুষ্ঠিত হলো। দু’জনেই বললেন যুক্তরাষ্ট্র ও বৃটেনের মধ্যে ‘বিশেষ সম্পর্কের’ কথা। কিন্তু বৃটিশ মিডিয়ায় এ খবরকে ছাপিয়ে উঠেছে আরেকটি খবর।
তাহলো ডনাল্ড ট্রাম্প ও তেরেসা মে হাতে হাত রেখেছেন। তারা হোয়াইট হাউজের ‘দ্য কলোনাডে’ করিডোর দিয়ে যখন যৌথ সংবাদ সম্মেলনের দিকে অগ্রসর হন তখন দেখা যায় একজনের হাত আরেকজন শক্ত করে ধরে রেখেছেন। এ দৃশ্যটি সিএনএন টেলিভিশনেও অনেকবার দেখানো হয়েছে। তবে এই যে হাতে হাত- এর শুরুটা কে করেছিলেন তা বোঝা যায় নি। তবে বৃটেনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরের সঙ্গে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, তারা ওই করিডোর দিয়ে হাঁটছেন। পিছন থেকে নেয়া ছবিতে দেখা যায় দু’নেতা সামনে এগিয়ে যাচ্ছেন। কিন্তু পিছন থেকে প্রথমে বাঁ হাত তেরেসা মের কোমর বরাবর এগিয়ে নিচ্ছেন ট্রাম্প। এ বিষয়টি নিয়ে বৃটিশ মিডিয়ায় গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করা হয়েছে।