সিলেট প্রতিনিধি : সিলেটের সাথে ভারতের রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি সীমানা। সিলেটের তামাবিল, সুতারকান্দি, জকিগঞ্জ, চাতলাপুর প্রভৃতি সীমান্ত দিয়ে প্রতিদিন ভারতে যাতায়াত করেন বাংলাদেশীরা।
সিলেটের প্রচুর সংখ্যক মানুষ চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে যাতায়াত করেন ভারতে। কিন্তু সিলেটে এখনও পর্যন্ত নেই ভারতের পূর্ণাঙ্গ কোনো ভিসা সেন্টার। এতে করে ভারতের ভিসা পেতে দুর্ভোগ পোহাতে হয় সিলেটিদের।
তবে এবার আশার আলো দেখাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
সিলেট সফরে এসে এক প্রশ্নের জবাবে হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সিলেটে পূর্ণাঙ্গ ভিসা সেন্টার চালু করবে ভারত।
তিনি বলেন, সিলেটে ভিসা সেন্টার আছে, ভারত এটাকে পূর্ণাঙ্গ ভিসা সেন্টারে রূপ দেবে।