শাহরিয়ার সাদিক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তড়িৎ কৌশল বিভাগে প্রজেক্ট এক্সিবিশন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে। তড়িৎ কৌশল বিভাগের হল রুমে মোট ১৫ টি সায়েন্স প্রজেক্ট নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দর্শনার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্র শিক্ষক সহ রংপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। প্রজেক্ট এক্সিবিশনে অংশগ্রহণকারী “প্রিলেজার সিস্টেম” এর দলনেতা আব্দুল আহাদ মানিক জানান, তাদের তৈরী করা প্রজেক্টটি যেকোন বাসা বা প্রতিষ্ঠানকে সুরক্ষা প্রদানে সক্ষম। ফলে বাসা বা প্রতিষ্ঠানের লোকজন তাদের জানমাল নিরাপদে রাখতে পারবে। এধরনের এক্সিবিশন প্রতিবছর আয়োজন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।