ঢাকা; রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অর্ধদিবস হরতাল চলছে। হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে।
শাহবাগে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ জলকামান ও টিয়ার শেল ছুঁড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।
সকাল থেকে হরতাল সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। জাতীয় জাদুঘরের কাছাকাছি এলে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ জলকামান ব্যবহার করে এবং টিয়ার শেল ছোঁড়ে। কয়েক দফা এ ঘটনা ঘটে। পরে হরতাল সমর্থকরা চারুকলার সামনের সড়কে অবস্থান নেন। জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ দাবি করেন, হরতালের সমর্থনে আজ সকালে শাহবাগ এলাকায় শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিলে হামলা করে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, বিক্ষোভ মিছিল করে তারা শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দিয়েছে। থানার সামানে আমাদের ব্যারিকেড আছে। হরতালের সমর্থনে পল্টন, মোহাম্মদপুর, মিরপুরে মিছিল হয়েছে। এসব জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।